ভেবে ছিলাম তোকে নিয়ে,
বাঁধবো আমি ঘর।

শাঁখা সিঁদুর পরিয়ে আমি,  
হবো তোর বর।


থাকবো সুখে দুজন মিলে,
আসুক যতোই বাধা।
  
পারবে নাকো করতে কিছু,
এলেও তোর দাদা।

এক সাথেই বাঁচবো আমরা,
এক সাথেই লড়বো।

দরকার হলে এক সাথেই,  
এই দুনিয়া ছাড়বো।


স্বপ্ন আমার হলো না সত্যি,
পেলাম নাকো চাকরি।


তোর বিয়েতেই এলাম আমি,
পরে মাথায় পাগড়ি।


চোখের জলে ভাসিয়ে দিলাম,
আমার সব আশা।


অন্যের হাতে তুলে দিলাম,
আমার ভালোবাসা।