উচিৎ কথা তুমি বলবে যত,  
মানুষ হবে বিরক্ত।


সম্পর্ক গুলো হঠাৎ করে,  
তখন হবে তিক্ত।


বলতো ভালো আগে যারা,
বলবে তারাও ঠক।


তখন থেকে তুমি দোষী হবে,  
আর সবাই বিচারক।

তোমার বিরুদ্ধে বলবে কথা,  
মানুষ অবিরত।


অনেক কিছুই রটিয়ে দেবে,
তারা নিজের মতো।


তোমার নিয়ে হোক না কথা,
যতই রাস্তার মোড়ে।

থাকতে হবে তখন তোমায়,
একটু ধৈর্য ধরে।


আর ধৈর্য যদি রাখতে পারো,
না করে অভিমান।

একদিন তুমি ঠিক ই পাবে,  
তোমার যোগ্য সম্মান।