ভালো হতো যদি পৃথিবী,
হয়ে যেত দুর্নীতি মুক্ত।
এই জগতে কোনো প্রাণী,
যদি থাকতো না অভুক্ত।


ভালো হতো যদি বাস্তবটা,
হতো না এতটা কঠোর।
সবার জীবনে থাকতো না,
এতটা চাপান উতোর।


ভালো হতো যদি পাপ করলে,
ভগবান দিত স্বপ্নাদেশ।
প্রতিটি দেশের সরকার যদি,
দিত নেশা বন্ধের নির্দেশ।


ভালো হতো যদি সকলেই,
বুঝতো জীবনের মূল্য।
নিজের পিতা- মাতাকে,
সবাই ভাবতো দেবতুল্য।


ভালো হতো যদি বন্ধ হতো,
যুদ্ধ আর প্রাণহানি।
শিক্ষা ব্যবস্থা বানিয়ে দিত,
মানুষ কে প্রকৃত জ্ঞানী।


ভালো হতো যদি মন গুলো,
সবার হতো শিশুসুলভ।
স্বাধীনতার জন্য কাউকে,
করতে হতো না বিপ্লব।


ভালো হতো যদি সকলেই,
থাকতো মিলেমিশে।
কর্মসূত্রে থাকলেও দূরে,
বিপদে থাকতো পাশে।


ভালো হতো যদি পৃথিবীটা,
হতো একটা স্বপ্নের দেশ।
স্বপ্নের খোঁজে কাউকে তখন,
হতে হতো না নিরুদ্দেশ।