আমার আছে একটি বাগান
ফুলে ফুলে ভরা
আর কারো নয় নিজের হাতে
বাগানটি যে গড়া!


ডালে ডালে ফুটে হাসে
পদ্ম, কলাবতী....
লালদোপাটি, কুন্দ, জবা
কেয়া, লজ্জাবতী....!


নয়নতারা, চম্পা, টগর
আছে সূর্যমুখী...
বেলী, রঙ্গন, পাতাবাহার,
টিউলিপ, চন্দ্রমুখী,...!


হাসনাহেনা, শিউলি, বকুল
থোকা থোকা ফোটে
পাগল করা ফুলের গন্ধে
মন যে ভ'রে ওঠে!


জুঁই, চামেলী, গাঁদা, গোলাপ
কী চাই তোমার বলো?
ফুলের মেলা দেখবে যদি
আমার বাড়ি চলো!!