এক কূল তোমার ভাঙলে নদী
গড়ো আরেক কূল
পায় না যে আর বৃন্ত কোনো
ঝরে পড়া ফুল।


দূর সাগরের‌ টানে নদী
যাও যে তুমি বয়ে
ওই ঝরা ফুল শুকোয় কেবল
বৃন্ত হারা হয়ে।


ভাঙা গড়ার মাঝে নদী
খেলছো বারোমাস
ঝরা ফুলের মেটে না তো
বৃন্ত পাবার আশ।


ঢেউয়ের আঘাত সয়েও নদী
চলার সুখে হাসো
ঝরা ফুল আর হয় না কুঁড়ি
যতই ভালোবাসো ।