কী আর হবে গুন-গুনিয়ে
তুমি যদি নাই তা শোনো,
চোখে-চোখে দু'চোখ রেখে
স্বপ্নের‌ই জাল নাই গো বোনো!


কী লাভ বলো প্রতিপদে
তোমার কথা মনে করে,
ভালোবাসার ছায়া হয়ে
চললে না পথ হাতটি ধরে!


কী সুখ মনে ফুল-ফুটিয়ে
তোমায় দিতে নাই তা পারি,
জীবনটাকে করতে রঙিন
নাই যদি নাও গন্ধ তার-ই!


কী হয় ক্ষতি? না হয় দুটো
দুঃখ-সুখের লিখলে কথা,
জানতে চাইলে কেমন আছি
কিসের লাগি পাই যে ব্যথা।


কী আর করি বসন্তরাজ
রং ছড়াতে আসলে দ্বারে,
কুহু-কুহু সুরের মায়া
মন যদি না তোমার কাড়ে!


কী লাভ, কী লাভ যত‌ই বলি
যায় কি তোমায় একটু ভোলা ?
অবুঝ আমার  প্রাণভ্রমরা
তোমার প্রেমে‌ই খায় যে দোলা...!!