একটা বড়ো দুখী মেয়ে
আমার বাড়ি আসে
হাসি মুখে কাজ করে যায়
সবাই ভালোবাসে।


ছাব্বিশ বছর ধরে দেখছি
ও আছে ওর মত
লোভ-লালসার বালাই তো নেই
অভাব থাক না যত।


চাল-চুলো-রং-স্বপ্ন বিহীন
এই মেয়েকে দেখে
আমার শত দুঃখ পেলায়
সুখ যে সামনে রেখে।


ওর তো কোনো চাওয়াই নেই গো
নেই তো কোনো দাবি
ওর-ই মাঝে ঈশ্বরের বাস
মনে মনে ভাবি।


"হারান" নামে ডাকে ওকে
কেউ বলে "পূর্ণিমা"---
ওর-ই মাঝে দেখি আমি
মাটির গড়া দুগ্গা মা ।।



[ বি.দ্র.  আমার এ লেখাটি  নিয়ে দুটো কথা,--- "পূর্ণিমা কোনো কাল্পনিক চরিত্র নয়। পূর্ণিমা ( হারান ) নামের এই মেয়েটি এখনও আমার হেল্পিংহ্যান্ড হিসেবে প্রতিদিন দেড়-দু'ঘণ্টা আমাকে কাজে হেল্প করে দিয়ে চলে যায়.... । ওকে আমি ২৬ বছর ধরে যেভাবে দেখে আসছি ওর সেই রূপটিই আমি আমার এই লেখায় লিখে রাখলাম....☺️]