বিশ্বাস কেন ভাঙলে প্রভু জবাব দিলে না
জবাব পেলে ভোলা সহজ অনেক যন্ত্রণা....
ভাঙা-গড়ার এ কী খেলা খেলে তুমি যাও!
বুকের মাঝে লালন করা বিশ্বাস কেড়ে নাও...


তুমি আছো এ বিশ্বাসেই বেঁচে থাকতে চাই
এ বিশ্বাসেই মরণ হলে খুশির সীমা নাই...
জীবন চলার পথটা কেন পিচ্ছিল প্রভু হয়?
একলা সে পথ চলতে গেলে করে ভীষণ ভয়!


শত ডাকেও কেন সাড়া দাও না একটিবার!
জীবনটাকে ব‌ইতে যে আজ বড্ড লাগে ভার!
কোথায় আছ? দেখছ কী সব? যত‌ই ভাবে মন
উত্তর কোনো পাই না খুঁজে হারা‌ই দিশে-ক্ষণ!


এই দুনিয়ায় নিজের বলে নেই যে কোথাও কেউ!
হাতটি ছাড়লে পারব না তাই সইতে ব্যথার ঢেউ!
অগতির যে গতি তুমি অনাথের‌ই নাথ
ছেড়ো না এ হাতটি প্রভু ছেড়ো না গো সাথ।