কেন যে তুই ফাগুন ডেকে আনিস মনের বনে,
যেই ডাকেতে দেই যে সাড়া
প্রতি ক্ষণে-ক্ষণে!


কেন যে তুই ফাগুন বেশে করিস ডাকাডাকি,
মনের ঘরের কোন কোণেতে
বল লুকিয়ে থাকি!?


কেন যে তুই ফাগুন হাওয়ায় যাস করে যাস খেলা,
পলাশ, শিমুল ফুল কুড়োতেই
কাটাই সারাবেলা!


কেন যে তুই ফাগুন-পাখি হলি কুহু গেয়ে,
মধুর তোর ওই সুরখানি যে
থাকে এ মন ছেয়ে!


কেন যে তুই ফাগুন সুখে করিস মাতামাতি,
ভালোবাসার ফুল ফুটিয়ে
জ্বালাই প্রেমের বাতি!!