মায়ের কোলেই বসে প্রথম
অ, আ, ক, খ... লিখি
বাবার মুখে শুনে শুনে
অংক কষতে শিখি।


বাবা বলতেন লেখাপড়া
করবে মনটি দিয়ে
জীবনের এই পথটা চলবে
সত্য সঙ্গে নিয়ে।


মায়ের শিক্ষা কেউ কখনও
আঘাত না পায় দেখো
করুণাময় ঈশ্বরেতে
বিশ্বাস সদাই রেখো।


বাবা-মা-ই বুঝিয়েছেন
ঈশ্বর-খোদা এক‌ই
আমরা শুধু একেকজনা
একেক নামে ডাকি।


তাঁদের কথা মাথায় রেখে
পথ যে আজ‌ও চলি
তাঁরাই আমার শিক্ষাগুরু
মনটি ভরে বলি।