রুম্ ঝুম্ ঝুম্ তালে তালে, খুকু নাচে যেই,
ডানা ঝাপটায় ছোট্ট ময়না, লোহার খাঁচাতেই!
ফুল বাগানে খুকু যখন, ছুটতে থাকে খুব,
ডানা মেলে উড়ছে ময়না, ভাবনাতে দেয় ডুব !
খুকু যখন মায়ের কাছে, আদর চুমু খায়,
ঠোঁটের খাবার ফেলে ময়না, উদাস হয়ে যায়!
খুকু যখন ঘুমোয় শুনে, ঘুম পাড়ানি গান,
ছোট্ট ময়নার ঘুম আসে না, জাগে অভিমান!
চুপটি বসে ময়না ভাবে, আসবে মা-ও-তার,
যার ঠোঁটেতে ঠোঁটটি ঘষে, করবে সে আবদার!
এমনি করেই দিন কেটে যায়, সবাই বড় হয়,
মনটি খুকুর স্বপ্নে সেজে, ঝরণা ধারায় বয়...!
খুকুর কন্ঠে বাজে এখন , স্বাধীনতার গান,
বুক পেতে দেয় রাখতে ধরে,স্বাধীনতার মান!
বুঝতে পারে খাঁচার পাখির, দুঃখ কষ্ট সব,
বন্দী পাখির মনের জ্বালা, তাদের কলরব!
তাই তো খুকু খাঁচা খুলে, বলে ময়না যা--
স্বাধীনতায় আছে যে সুখ, আজ থেকে তুই পা!
ইচ্ছে হলে চাঁদ-তারা বা, আকাশটাকেই ধর,
ভালোবেসে যেথায় খুশি, বেঁধে নে তোর ঘর..!!