তোর ওই হাসি ভালোবেসে হলাম আপন ভোলা
ওই হাসিটিই ফাগুন সুখে মনকে যে দেয় দোলা,
ওই হাসিতেই আমি যে পাই এক পৃথিবী সুখ
ধুয়ে-মুছে সাফ হয়ে যায় মনের অসুখ-বিসুখ!


তোর হাসিটিই চলার পথে দেখায় বাঁচার দিশা
ফোটায় আলো ঘরে-বাইরে ঘুচায় অমানিশা,
তোর হাসিটিই চলার ক্লান্তি দূর করে দেয় যত
তোর হাসিকেই আপন ভেবে থাকি নিজের মত!


তোর হাসিটিই শুনতে চেয়ে কান পেতে যে থাকি
মিষ্টি-মধুর ওই হাসিতেই স্বপ্ন হাজার আঁকি
ফাগুন পাখি হয়ে যে তুই দিস মনেতে ধরা
তোকেই ভালোবেসে লিখি-- গান কবিতা ছড়া!


তোর হাসিটিই মন ভোলাতে ডেকে আনে ফাগুন
বুকের মাঝে জ্বালায় যেন শুধুই প্রেমের আগুন
তোর হাসিটিই হোলির মজা খুশি ডেকে আনে
আকাশ বুকের নীল হয়ে যে শুধুই কাছে টানে!


তোর হাসিটিই ছন্দে যে বয় মনের অতল তলে
মনের সুখে মনের সাথে মনের কথা বলে,
পাগল করা ওমন হাসি কেন যে তুই হাসিস!?
দেনা বলে তুইও আমায় বড্ড ভালোবাসিস !!