ছোট বলে নদীটা
তার স্বপ্ন কিন্তু ছোট না।
সেই একই বিশাল আকাশের নিচে
একই হাওয়ায় ভেসে চলা।
অনেক পাখি আসে
ছোট নদীটির তীরে।
অনেক ফুলের পরাগ ভেসে যায়।
অনেক শান্ত বিকেল উঁকি দেয়,
খোঁজে গোধূলির রং।
অনেক রং মিলিয়ে যায়
ঘোলা পানিতে।  
অনেক হাত ধরে হাঁটাহাঁটি
কথা, গান, সুর।
তবু মানুষ বলে
ঐ যে ছোট নদী।
মানুষ আসলে একটু বোকা-ই আছে।


(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)