ঝুঁকে পড়া ইচ্ছে করেই তোমার।  
তারাদের সাথে চোখের দেখায়
কথা বলার মতোই।
দূরে থেকেও অনেক কাছে
থাকার মতো,
হেলে পড়া ইতিহাসের মতো,
শতাব্দীর মতো আর
মেঘেদের মতো।  
অনেক কিছুই বলার আছে তোমার।  
শব্দরাও ঝুঁকেই পড়ে
গুনগুনানি সুরের সাথে সাথে।
কথারা চলে কথার মতোই,
সুরেরা সুরের মতো -
দূর থেকেই দেখাদেখি,
তারাদের সাথে চোখাচোখি।  


দূর থেকেই দেখা যায় অনেক কিছু।  
ভবিষ্যৎ, যা অতীতের মতোই।  
বেশীক্ষন থাকেনা কিছুই।
হারিয়ে যায় খুঁজে পাবার আগেই।
আর খুঁজেও পাওয়া যায়
নতুন করে হারাবার আগেই।  

এই যে কেমন শব্দরাও
ঝুঁকেঝুঁকেই পড়ছে এখানেও।  
এঁকেবেঁকে পৌঁছে যাচ্ছে
হয়তো সেই আলতো করে
ইশারার বাতাসে অনেক দিনের দেখা
তোমার ঝুঁকে পড়ার মতোই।