দরজা খোলা জালনা খোলা
কেউ থাকে না ঘরে,
তবু
মনের উপর
মনের ছায়া পড়ে।
সেই ঘরে।  
মনের ছায়া পড়ে।  


আলোর পাশেই
বসত তোমার,
লুকোনো সেই
জলসা আবার
আঁধার রাতে জোনাক
হয়ে ঝরে।  
মনের ছায়া পড়ে।


সেই জোস্না আলোয়
চোখের জলে,
ভাঙলো কথা
নীরব ঝড়ে।
চুপটি করেই লুকিয়ে সেথা
আজ কিসের ছায়া পড়ে?  


কেউ থাকে না ঘরে,
তবু
মনের উপর কেন
মনের ছায়াই পড়ে?  


কোন সুদূরের ডাক
যে আসে,
তোমার রাঙ্গা হাতের
আশেপাশে।
তোমার অচেনা এক
আলো দেখি আমি  
আঁধার দুচোখ ভরে।  


মনের উপর মনের
ছায়াই পড়ে।  
  
দরজা খোলা জালনা খোলা
কেউ থাকে না ঘরে,
তবু
মনের উপর
মনের ছায়াই পড়ে।