একদিন মনে হয়
এমন একটা কিছু দেখবো -
অনেক দূরে নৌকা, রাত্রি
আর হালকা আলো।


অনেক মানুষ।
সব চেনা চেনা।
সবাই বদলে আসা মানুষ।
যার যেমনটা হবার কথা
তেমনটাই হয়ে
চারিপাশে।


মাঝখানের সময়গুলো শুধু শুধু
কেমন ছিল -


সেই হালকা আলোতে মনে হবে
এটাই হয়তো সময়ের নিয়ম।
বদলে যাওয়া মানুষগুলো
আবার ফিরে বদলাতে জানে।


আবারো হঠাৎ চেনা কণ্ঠদের হাসি,
ডাকাডাকি।


শব্দে কি তখন হঠাৎ ঘুম ভেঙে যাবে?