যায় না দেখা
যায় না ছোঁয়া
যায় না
চোখে চোখে
চোখ রাখা।


শুনেছি তোমার কথাই
কেবল।
  
আলোয় আলোয়
তোমার শুরু,
আভায় আভায়
রাঙানো।  
প্রদীপ থেকে
আকাশের তারা,
দৃষ্টি সীমায় যা
আছে তার
সবটুকুতেই ছড়ানো।  


হয়তো এখনো
এখানে, পাশেই।
কত কিছুই তো
আছে -
থেকে থেকে
শুধু শুধু
এই যে
বারে বারে
তাকানো আর
ফিরে তাকানো,
কারণ তো
একটা আছেই।


আছো হয়তোবা।  


শুনেছি তোমার কথাই
কেবল।


আলোয় আলোয়
তৈরী,
আভায় আভায়
রাঙানো।
হয়তো দেখা
হয়,
কথা হয়।  
এই যে পাশেই
আবছা আলোটা
সাজানো।


কে ওখানে?


জানি না কেবল
সেটাই তুমি।  
জানি না কেবল
সেটাই আমি।  


শুনেছি তোমার কথাই
কেবল।