সাগরের সাথে নদীর কথা হলো
বুকের মাঝে স্মৃতির মতো
এলোমেলো সব আয়োজন
দূর থেকে থেকে গোছালো।
সাগরের সাথে থেমে থাকা এক
নদীর দেখা হলো।  


চোখ ফেরে না
ঘড়ির কাটা ঠিক ফিরে যায় ফিরে
চোখাচোখি সব মনের চাওয়ায়
অনুভূতির কিছুটা নিয়ে
বাকিটা সাঁঝের বাসর সাজায়
ভোরের আলোয় রাত্রি মেশার আগে।  
দেখার মতো, কথার মতো
না দেখা নীরবতা যত
আয়োজনের অন্য কোন ক্ষনে
সেই যে হলো দেখা
সাগর একা, নদীও চলে একা।