বাঁকে বাঁকে লুকিয়ে রাখা
চোখের এপার ওপার ছাপিয়ে
অপার হয়ে এই যে খোঁজায়
শুধু শুধু হারিয়ে যাওয়ার
আগেই খুঁজে পাওয়ায় -
যা কিছু থেকেও না থাকা
আর বাকী যা কিছু
না থেকেও থাকা।  


একবার আবারো দেখা -
ধীরে ধীরে চাওয়ায়  
আর তড়িঘড়ি না-চাওয়ায়।


ছুঁয়ে দেখা দিতে দিতেই
হারানো সময় খুঁজে পেতেই
অসময়ের মতো
অলস ভালোলাগার
আলো কিংবা আঁধার প্রহরে
নতুন সময়ের বিনীত কান্নায়
যা কিছু তার সঙ্গে রাখা
সব বিলিয়ে, সীমানা ছাড়িয়ে
সেই সে অনেক কিছুর মতোই
তুমি আর তোমার সঙ্গে থাকা।  
এই তোমার আর
সেই তোমার মতোই
ময়ূরকন্ঠী ডাকা।  


বাঁকে বাঁকে লুকিয়ে রাখা,
স্পর্শের চোখে একদিন
স্বপ্ন ওড়ার পাখা।