সব দেখাদেখি দেখা যায় না,
কিছু তার রয়ে যায়
অদেখা, অচেনা কোথাও।  


এই যে সেদিন,
ঐযে সেই সন্ধ্যায়,
এইতো এখানে, ঐতো ওখানে।
এরকম আরো কত
মুহূর্ত দেখতে দেখতেই
চলে যায়।  
সবটুকু তার যায়না দেখা।


সব দেখাদেখি দেখা যায় না।
স্মৃতির ছায়া পড়ে,
মনে হয় সেই চেনা
মনের আয়না।  
অনেক বার দেখা,
তবু প্রতিবারই কতকিছু তার
অদেখা, অচেনা।  


সব দেখাদেখি দেখা যায় না,
কিছু তার রয়ে যায়
অদেখা, অচেনা কোথাও।


সেখানেই আবারো দেখা
হয়ে যাবে।  
মুহূর্তগুলো দেখা দিক বা না দিক।  
চোখের ওপারের সেই দেখাদেখি
দেখা যাক বা না যাক।
অপেক্ষার এক নতুন সংজ্ঞায়,
সঙ্গে নিয়ে
দেখা না দেখার না মেলানো
সব সমীকরণ।    

সব দেখাদেখি দেখা যায় না,
কিছু তার রয়ে যায় অন্য কোথাও।