চোখের সীমানা আড়ালে আড়ালেই থাকে,
লজ্জাবিহীন লাজুক দেখার মতো।  
হঠাৎ আটকে যাওয়া রাতের গভীর দৃষ্টি।  
তোমার স্পষ্ট যত লুকিয়ে রাখা কথা,
হঠাৎ করেই কান না পেতেই শোনা।  

সময়গুলো সত্যি হাতে গোনা।

কাঁধের উপর ভরসার যত ভর।
ভোরের আলোর কাছাকাছি
হালকা আঁধারের একই সঙ্গে থাকা।  
দুটি পথ আলাদা হবার আগেই
বাস্তবতায় স্বপ্নগুলা বোনা।

সময়গুলো সত্যি হাতে গোনা।


হয়তো একদিন আবারো রাত হবে।  
হারিয়ে যাওয়া কথার মতো
লালচে দুপায়ে অদেখা আলতার মতো
আরো নিবিড় করে গুনগুনানি
স্পষ্ট সুরে অস্পষ্ট কথার দু'জনা।  

সময়গুলো সত্যি হাতে গোনা।