ফুরিয়ে যেতে যেতে
যতটুকু রয়ে যায়
ততটুকুতেই থাকা,
ততটুকুই থাকা।  


ভুল বুঝাবুঝি আছে বলেই
ঠিক সুর ফিরে ফিরে আসে।
জীবনের চেনা ছন্দে
কিংবা অচেনা।  
ভুল পথের বাঁকেই
ঠিক ঠিক রয়ে যায়
ফুরিয়ে যাওয়ার পরের
সেই থেকে যাওয়া
আলোটুকু।


আঁধারের আবিষ্কারে
সেই চেনা চেনা মুখ
উঁকি দেয়।
দেখা দেয়ার চেয়ে
দেখা না দেয়ার লুকোনো
আনন্দের ভাগ দিতেই।  


ফুরিয়ে যেতে যেতে
সেইসব মুহূর্তের
যতটুকু রয়ে যায়
ততটুকুতেই আসলে থাকা,
ততটুকুই আসলে থাকা।