খোলা হোক যা কিছু ছিল লুকোনো,
যা কিছু উপহারের মতো
অযতন সময়ের সাথে সাথে
নীরব যতনেই রাখা।  
তুমি থেকে তোমরা
সবকিছুই কিন্তু জানা।  
অনুভূতির নাড়ীনক্ষত্র,
স্মৃতি-বিস্মৃতি আর পায়ে পায়ে
সেই ভয়ে ভয়ে অভয়ের পথ চলা।  


তুমি, তোমরা
- একজনা, দুজনা আর কয়েকজনা।  
সবকিছুই তার জানা।  
কেন কাছে আসা আর
কেন দূরে যাওয়া।  
কিছু তার এখনো লুকোনো।  
কিছু তার থাক এমনি।  
আলোর ওপারে আঁধারে
কিছু তার এমনি যাবে দেখা।  


কিছু তার থাক এমনি তোলা।  
তুমি, তোমরা আর কয়েকজনা।