গোপন কথা গোপনও রাখি
ভ্রমরও এক পাখি,
একটা সময় ছিল
সেই যে কত ডাকা-ডাকি
আর কারণে অকারণে
পূবের হাওয়া
উত্তর-দক্ষিণ ঘুরে
সেই যে মাখা-মাখি।  


ভ্রমরও এক পাখি ছিল,
সেই যে ডাকা-ডাকি।
আশার সাগরে থেকেও
সেই যে নতুন
আশায় থাকা-থাকি।
ঘর-দুয়ারের ভিতর বাহির
সেই যে ডাকা-ডাকি।  
ভ্রমরও এক পাখি।


গোপন কথা গোপনও রাখি,
ভ্রমরও এক পাখি।