মৃত্যু মোর সম্মুখে
যার প্রতি মান্যতা অনস্বীকার্য,
নতি স্বীকার অপরিহার্য,
যার অমোঘতা সার্বজনীন সত্য।
মৃত্যুর প্রতি নির্ভীক আমি,
সাহসিকতায় অটল,
বরণে সদা প্রস্তুত।
মৃত্যুর মুখোমুখি হয়েছি বারংবার
অভিজ্ঞ হয়েছি মরণ পূর্ববর্তী অভিজ্ঞতায়,
দর্শন করেছি অধরা মৃত্যুর হাতছানি,
বিস্মিত হয়েছি মরণের প্রতি স্বয়ং এর নিরবিকতায়,
অবাক হয়েছি তোমার সহিত দৈহিক দূরত্বের প্রতি নিরুদ্বিগ্নতায়,
আশ্বস্ত হয়েছি পরস্পরের প্রতি মরণোত্তর আনুগত্যে,
আনন্দিত হয়েছি মৃত্যুর সার্থকতায়।
তথাপি আজ আমার মন বড়ই অশান্ত
মৃত্যুর কারণ বোধগম্যতায়,
কৌশল অবলোকনে,
নিশ্চিতকরণের মাধ্যম ঈক্ষণে,
মরণ সহযাত্রী অনুমানে।
আজ হয়ত আমাদের সহমরণের দিন
শারীরিক সীমাবদ্ধতা ছাপিয়ে আত্মার মিলনের দিন,
মৃত্যুমুখ দৃষ্টের অসহ্য বেদনা থেকে মুক্তির দিন,
দিন অনন্তকাল সঙ্গলাভের প্রারম্ভের।
হয়ত আমাদের ভালোবাসার পবিত্রতায় প্রকৃতির এই সিদ্ধান্ত
নির্ধারণ আমাদের অপ্রকাশিত সঙ্গের আকাঙ্ক্ষায়,
হয়ত কর্মগুনে আমাদের এই সৌভাগ্যপ্রাপ্তি,
কপালগুণে আমাদের এই পরিণতি।
অথচ আজ আমি খুশী নই
হর্ষিত নই আমাদের সহপ্রয়াণে,
সুখী নই ইহকাল ছাপিয়ে পরকালেও নৈকট্য লাভে,
পুলকিত নই অপেক্ষার ব্যাকুলতা থেকে মুক্তি প্রাপ্তিতে।
আমাদের মরণ যাত্রার সূচনা অস্বাভাবিক
বিশ্বাসঘাতকতার মূর্ত প্রতীক,
নিঃস্বার্থ ভালোবাসার প্রতি চপেটাঘাত,
আত্মত্যাগের প্রতি নির্মম পরিহাস,
স্বাধীনতার প্রতি চরম অসম্মান,
আত্মাহুতির প্রতি নিষ্ঠুর অপমান।
আমি অজ্ঞাত তোমার মরণ যন্ত্রণার তীব্রতার প্রতি
কেবলই কামনা তোমার কষ্ট হ্রাসের,
প্রার্থনা তোমার যন্ত্রণা লাঘবের,
শুভাকাঙ্খা তোমার বেদনা মুক্তির।
এক অপরাধবোধ আজ আমার
অত্যধিক আবেগপ্রবণতায় পরিণামের প্রতি অবহেলায়,
অগ্রাধিকার প্রদানে,
দুর্বলতার প্রকাশে,
অবশ্যম্ভাবী প্রতারণার প্রতি উপেক্ষায়,
অনুমেয় বিধ্বংসী মনোভাবের প্রতি অজ্ঞানতায়।
মৃত্যু অতি সন্নিকটে
এক অদ্ভুত নিঃশব্দতা চারিপাশে,
সকল স্মৃতি চোখের সামনে আছে পসরা সাজিয়ে,
আহ্লাদের অনুভূতি এক অজ্ঞাত উল্লাসে।
মনে পড়ছে মোদের একান্ত নিজস্ব দিনগুলির কথা
আমার বন্দী জীবনে তোমার সহযোগিতার কথা,
আমার কারাবাস জীবন সার্থকে তোমার বুদ্ধিদীপ্ততার কথা,
বন্দীত্বকে মুক্তির মাধ্যম এ রুপান্তরিত করতে দিক নিরদেশনার কথা,
আমাকে সকল সাংসারিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক,
বৃহত্তর কর্তব্য পালনে অনুপ্রাণিত করার কথা,
অলক্ষ্যে থেকে আমাকে এক মনিষীতে পরিণত করবার কথা,
সর্বক্ষণ মৃত্যুঞ্জয়ী হবার প্রয়াসের হেতু অনুপ্রাণিত করবার কথা,
আমার অনুপস্থিতি অগ্রাহ্য করে আমাদের অংশের সকল দায়িত্ব,
সুষ্ঠুভাবে পালনের প্রতি ভরসা প্রদানের কথা,
সর্বোপরি নিজ স্বার্থ বিসর্জনের কথা।
আক্ষেপে পরিপূর্ণ আজ আমি
সবে তো এসেছিলাম ফিরে,
দীর্ঘকাল দূরে থাকবার গ্লানির অবসান ঘটিয়ে,
সকল দায়মুক্ত হয়ে,
আজীবন পাশে থাকব বলে,
পাশাপাশি থেকে আমাদের স্বপ্নগুলো পূরণ করবো বলে,
একান্তে বহুদিন কাটাবো বলে,
আমাদের সংসার ভালোবাসায় পরিপূর্ণ করে দিব বলে।
কিন্তু সেই ইচ্ছে অপূর্ণই রয়ে গেল
পরিপূরকতা লাভের,
ভালোবাসার পূর্ণতা অর্জনের,
নৈকট্যের নির্মল আনন্দ উপভোগের।
আজ বিশ্বাস জাগছে মনে পুনর্জন্মের প্রতি
এই জন্মে মিলনের ইচ্ছের অপূর্ণতা অবসানের প্রতি,
পরজন্মে দীর্ঘকাল একসাথে থাকবার সম্ভাব্যতার প্রতি।
সময় শেষের পথে
অব্যক্ত কিছু কথা বলবার অভিপ্রায় মনে,
তোমার প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসার কথা,
সশ্রদ্ধ ভক্তির কথা,
অপরিসীম কৃতজ্ঞতার কথা,
তোমার নিষ্কলুষ ভালোবাসার প্রতি আমার আনুগত্যের কথা,
তোমার কাছে থাকবার জন্য আমার আকুলতার কথা,
তোমার অনুপস্থিতে আমার হৃদয়ে রক্তক্ষরণের কথা,
তোমার স্মৃতিরোমন্থনে আমার পরমানন্দ অনুভবের কথা,
তোমাকে একান্ত নিজের করে পাবার আসক্তির কথা।
ভালো থেকো তুমি পরপারে
আমিও আসছি তোমার নিকটে,
ক্ষমা করো আমায় তোমার মৃত্যুতে পরোক্ষভাবে আমার দায়ের কারণে,
ক্ষমাপ্রার্থী আমি তোমায় কণ্টকময় জীবন প্রদানে,
মাফ করো আমায় তোমায় জীবনভর ভারবাহীতায় বাধ্যকরণে,
আগলে রেখো আমায় মৃত্যুর পরে,
আবদ্ধ করে রেখো তোমার মায়ার বন্ধনে,
ভালোবেসো আমায় মহাকালের যাত্রায়।