মাতৃত্ব কেবলই একটি অনুভূতি নয়
মাতৃত্ব একটি সত্ত্বা,
যার উদ্ভব হেতু কেবলই দেহে ভ্রূণের উপস্থিতি নয়,
কেবলই সন্তান জন্মদানের সক্ষমতায় সীমাবদ্ধ নয়,
কেবলই লালন-পালনের দায়িত্ব পালন নয়,
যার বৈধতা শুধুমাত্র বিবাহ নয়।
মাতৃত্বের সূচনা কেবল গর্ভধারণে নয়
শিশুর প্রতি মাতৃসুলভ অনুভবও মাতৃত্ব,
কোলজুড়ে রাখার ইচ্ছেও মাতৃত্ব,
বুকে জড়িয়ে পরমানন্দ লাভও মাতৃত্ব,
সর্বদা আগলে রাখার প্রবণতাও মাতৃত্ব,
রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়াও মাতৃত্ব,
মঙ্গল কামনাও মাতৃত্ব।
মাতৃত্বের সার্থকতা কেবল স্তন্যদানে নয়
মাতৃত্ব কেবল শারীরিক অংশীদারিত্বও নয়,
স্নেহের বশবর্তী হওয়াও মাতৃত্ব,
নারীত্বের পূর্ণতার উপলব্ধিও মাতৃত্ব,
মমতার বন্ধনে আবদ্ধ করাও মাতৃত্ব,
একান্তে হর্ষময় সময় কাটানোও মাতৃত্ব,
সর্বময় বিচরণের দৃশ্যপট উপভোগও মাতৃত্ব,
বয়োঃবৃদ্ধির দর্শনের আকাঙ্ক্ষাও মাতৃত্ব,
ব্যস্ততার ক্লান্তির বিস্মৃতিও মাতৃত্ব,
মানবিক করে তোলাও মাতৃত্ব,
সুশিক্ষিত করাও মাতৃত্ব,
চরিত্র গঠনও মাতৃত্ব,
সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতকরণও মাতৃত্ব।
মাতৃত্ব কেবলমাত্র একটি নির্দিষ্ট সম্পর্কে আবদ্ধ নয়
মাতৃত্ব কেবলই একটি লিঙ্গের অধিকারও নয়,
মাতৃত্ব শুধুই একটি দান নয়,
মাতৃত্ব কেবলই প্রয়োজন নয়,
মাতৃত্ব হল এক অভাবনীয় অর্জন,
দৈহিক সক্ষমতা যার ভিত্তি নয়,
দৈহিক গঠন যার মাধ্যম নয়,
লৈঙ্গিক ভিন্নতা যার পরিধি নয়,
সম্পর্ক যার সীমারেখা নয়।
মাতৃত্ব হল এক অসীম ক্ষমতা,
সহ্যের চরম সীমা,
ভালোবাসার চূড়ান্ত পর্যায়,
কল্যাণসাধনের সর্বোত্তম পন্থা,
ত্যাগের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত,
তাৎপর্যপূর্ণ জীবনের যোগ্যতা।
মাতৃত্ব এক চলমান ধারা
বিরামহীনতার মূর্ত প্রতীক,
অবসন্নতার অবসান,
আজীবন কর্মচাঞ্চল্যের প্রারম্ভ।
মাতৃত্ব হল স্বর্গীয় সুখের নিবাস
যেখানে বিষাদের পদচারণা নেই,
দুঃখের বিচরণ নেই,
কষ্টবোধ নেই,
প্রত্যাশা নেই,
বিনিময় প্রথা নেই,
যেখানে আছে কেবলই পরোয়া,
কেবলই সংযুক্তি,
ভালো থাকার নিশ্চয়তা,
সুখী করার প্রত্যয়,
সমৃদ্ধির ভরসা।