স্বপ্ন কি দেখতে হয়?
না, স্বপ্নকে অনুভব করতে হয়
স্বপ্নপূরণ কি বাধ্যতা?
না, স্বপ্নপূরণ হল মুক্তচিন্তা,
নিজের সক্ষমতা জানা,
নিজেকে আবিষ্কার করা,
নিজেকে নিজেই ছাপিয়ে যাওয়া
স্বপ্ন কি থাকতেই হয়?
না, স্বপ্ন কে অনুসন্ধান করতে হয়,
নিষ্ঠা, পরিশ্রম, সততা দিয়ে তাকে আগলে রাখতে হয়,
সম্মান দিয়ে তাকে অর্জন করতে হয়,
ধৈর্য্য নিয়ে তার জন্য অপেক্ষা করতে হয়
স্বপ্ন কি সাধ্যের মাপকাঠি?
না, স্বপ্ন হল এক দুর্নিবার ইচ্ছাশক্তি,
আকাঙ্ক্ষার এক চরম সীমা,
প্রাপ্তির প্রতি এক অসীম আসক্তি,
পূর্ণতার এক মোহনীয় অনুভূতি
স্বপ্ন কি অধরা?
না, স্বপ্ন হল অবশ্যম্ভাবী ভবিষ্যৎ,
বাস্তবিকতার এক বিমূর্ত প্রতীক,
দূরদর্শিতার বর্তমান প্রেক্ষাপট
স্বপ্ন কি হতাশা?
না, স্বপ্ন হল আত্মবিশ্বাস,
দৃঢ়সংকল্পের বহিঃপ্রকাশ,
স্থবিরতার প্রতি এক নিঃশব্দ প্রতিবাদ
স্বপ্ন কি অপমান?
না, স্বপ্ন হল আত্মসম্মান,
আত্মমর্যাদার জন্য লড়াই,
স্বীকৃতির জন্য যোগ্যতাঅর্জন
স্বপ্ন কি বেদনা?
না, স্বপ্ন হল সাধনা,
অবিরাম চলমান এক ধারা,
আত্মপোলব্ধির চেতনা
স্বপ্ন কি কল্পনা?
না, স্বপ্ন হল এক মানসিক উৎকর্ষতা,
অনতিক্রম্য সীমার লঙ্ঘন,
আত্মকেন্দ্রিকতার পরাজয়,
কূপমণ্ডূকটার অবসান
স্বপ্ন কি নির্ঘুমতা?
না, স্বপ্ন হল প্রশান্তির এক অনন্য অনুভব,
রাত্রির অন্ধকারের সমাপ্তি,
সূর্যোদয়ের প্রারম্ভ
স্বপ্নপূরণ কি সফলতা?
না, স্বপ্নপূরণ হল আত্মতুষ্টি
লোকচক্ষুর আড়ালে থাকা আত্মতৃপ্তি,
সফলতা, উন্নতি, প্রতিষ্ঠা তার মাপকাঠি নয়