তোমাকে আমি বাসবো না ভালো ,
করবো না cere ,
রাখবো না তোমার খেয়াল >

বলবো না ভালোবাসা ,
কঠিন হয়ে ব্যস্ত থাকো

চাই না কারো ভালোবাসা
দিওনা অবহেলা

আমায় তুমি ভুলে থেকো
সঠিক মানুষ চিনতে শেখো

চারি পাশে অনেক মানুষ
ওদের  তুমি বুঝে নিও

যদি পরে মনে আমায়
ভালো হবে ভুলে যাওই

নতুন তুমি খুঁজে নিয়ো
ভালো হবে বুঝে নেওয়ায়

ওকে যদি ভাসো ভালো
হাতটি ধরে জাপটে ধরো