আবেগগুলো বিবেক খোঁজে
ছদ্মবেশী বোধে,
ছিনিয়ে নেওয়ার সূত্র শেখায়
মিথ‍্যে অবরোধে।


সুযোগ বুঝে আঘাত করে
আস্থা ভাঙার খেলায়,
ঠকে যাওয়ার কারণ খোঁজে
বিষণ্ন কালবেলায়।


মুখচোরা ক্ষোভ ভয়ে বাঁচে
ক্ষমতা করে বড়াই,
সীমান্ত আর ঘর বরাবর
চলতে থাকে লড়াই।