খান্ডব বন কৈফিয়ত চায়
মন মৌন মশাল,
ভরাডুবি প্রেম সাঁতার শেখায়
ক্ষোভের সাগর বিশাল।


ব‍্যাধির বুকে পুতবে আশা
এমন আলো কোথায়?
সোনার ফসল হয় যে দখল
হিসেব মেলার খেলায়।


বলতে শুনি ভালোও আছে
সবাই খারাপ নয়,
সুখ-দুঃখ বিধির লিখন
অচেনা এক বিষয়।


সং সেজে রোজ শান্তির খোঁজ
উভয় কন্ঠে বিষ,
জট পাকিয়ে জটিল করে
কাঁদে অহর্নিশ।