ভাঙাচোরা মন বিধ্বস্ত, ব‍্যথায় রেখো না হাত
মুখোশ দিয়ে কান্না ঢেকে, দহনে কাটবে রাত।

বিশ্বাসে বিষ ভরে দিয়ে গেছে, বন্ধ মনের কপাট
প্রতারক আর আপনজনের পেলাম না তো তফাৎ!

নগর শোনায় নিরাশার সুর, পথ ভুলেছে রেহাই
অগোচরে রটিয়ে গুজব, দেয় যে প্রেমের দোহাই।

আমার খোঁজ কে'ই বা রাখে, খোঁজ কোরো না বৃথা
বুক জ্বলে যায় শুনলে পরে প্রতিশ্রুতির কথা।

ব‍্যস্ত ঘোরের লাগিয়ে প্রলেপ, আনমনা দিন যায়,
দিঘির মতো শান্ত নজর, ক্লান্ত মনের দায়।

সুখের ভ্রমে দুঃখ পেলাম খুব সস্তা দামে
লালচে ঘুমের দুঃস্বপ্নে ধূসর কুয়াশা নামে।

ঘিলুর ভেতর কাঁটা ফোটায় স্মৃতির শুঁয়োপোকা
ভালবেসে হয়েছি উজাড়, ছিলাম আমি বোকা।

এখন আমায় ঠকানো কঠিন, হয়েছি একটু রুক্ষ
ভাঙাচোরা মন দিব্বি আছে লুকিয়ে বেদনা দুঃখ।

ঠোঁটে ডগায় ফুটেছে বুলি, কথায় চলে চাবুক -
ঘাতক বড়ই নির্লজ্জ, আয়নাই তার মুখ।