অচল রাতের জ্বলন্ত গ্লানি
ব‍্যথার দৈর্ঘ্য মাপে
তাসের ঘরটা ভেঙে ছিল
অদক্ষতার চাপে।


লুপ্ত ক্ষোভের বিভৎস রূপ
স্বপ্নের তো হয় না,
ভর্ৎসনাটা স্মারক স্মৃতি
অনুভবে সয় না।


বিকেল ফেরে শিশির মেখে
ঝাপসা সন্ধ‍্যা বেলায়
শ্মশান বোধে জীবন জ্বলে
মিথ‍্যে জেতার খেলায়।