নাই বা ধরলে হাত
আমি আদতে ইস্পাত
একক চলতে পারি,
দেখেছি ক্ষণিক ফাগুন
চিনেছি হরেক আগুন
জ্বলতে আমি পারি।


ভাগ‍্যের বাজি খেলে
রিক্ত এ-মন মেলে
উড়িয়ে দিয়েছি ছাই,
আয় পাখি দেখে যা;
সারিয়ে তুলেছি ঘা,
সৃজনে সবুজ পাই।