হাড় গুনতে জুড়তে, খুঁড়তে খুঁড়তে বেড়িয়ে আসে জীবাশ্ম,
পাথুরে বিস্ময়। শহুরে ধ্বংসাবশেষে সংগ্রহের ভিড়।
গচ্ছিত গুপ্তধন লুট, সুরঙ্গ ধরে বয়ে যায় যুগ যুগান্তর।
ক্রেতা বিক্রেতা সভ‍্যতার বাহক, ক্ষমতার প্রগতি,
সিন্দুক পরিবর্তনে বদলে যায় সম্পদের রূপ,
কমতে কমতে উষ্ণায়ণ, সবুজায়নের কবলে প্রচলিত শক্তি।
অদৃশ্য স্পন্দনের বুকে গেঁথে দেওয়া কংক্রিট ভিত
কাড়ছে মাটি, যারা লড়তে পাড়ে না মরতে পারে,
এ জগৎ তাদেরও।
একান্নবর্তীর টুকরোগুলো রয়েছে গেছে গল্পে উপন‍্যাসে,
সীমিত ফ্ল‍্যাটের ঠোকাঠুকিতে।
নরম অন্তর্মুখী স্বপ্নের জ্বলন্ত চুল্লী থেকে বেরচ্ছে বিষাক্ত সৌরভ।
নেশাতুর নদীর পাড় উত্তাল, হিংসা চিরকাল স্বাধীনচেতা।
ক্ষুধার বিবর্তনে নরখাদকের ব‍্যাপ্তি, বিলুপ্তপ্রায় শার্দূল।