উষ্ণ ঘ্রাণের নীলচে মায়া
ভ্রমণ কাহিনী লেখে।
স্তব্ধ শহর রাত্রি জাগে
উদাস নিয়ন মেখে।


পাহাড় থেকে গুহার পথে
বন‍্য আহব চলে,
পাংশু দেহের কালচে কহর
বাঁ প্রকোষ্ঠে জ্বলে।


দাবার চালে ভাঙার খেলা
কিস্তিমাতের নেশা,
ছন্নছাড়া আলোক বেলা
শান্ত আগুন মেশা।


জড়িয়ে ধরে অন্ধ ঘোরে
ঝড়কে দেখায় ঘর,
বজ্রপাতের শব্দে শোনে
চেনা গলার স্বর।


পাথর দিয়ে রোগ উপশম
কাটবে গ্রহের বিপদ,
সম্মোহনের সংক্রমণে
হাসে স্মৃতির দ্বিপদ।


চতুষ্কোণের হেঁয়ালি জট
পাকায় শরীর মাথা,
বদমেজাজি হাওয়া ওড়ায়
শুধরে নেওয়ার কথা।