চেনা অচেনা, ইলিউশনের শহর
সুযোগ বুঝে দেখায় পাংশু রূপ,
শব্দের দায়ে শব্দে পুড়েছে ঠোঁট
কথার ভিড়ে শ্রোতা সেজে নিশ্চুপ।


বাজার সূচক খাচ্ছে খুছরো লগ্নী
টাকার জোরে খেলছে গোপন খেলা,
সুখের খোঁজে সুখের গন্ডী ভেঙে
ধৈর্য্য শেখায় হারিয়ে যাওয়া মেলা।


দিনরাত যেন বুদ্বুদ, কর্পূর
বহন করে মানিয়ে নেওয়া দায়,
পিছিয়ে পরা জানেনা কাকে বলে!
প্রয়োজনগুলো সময় হয়ে যায়।