দেখেও তবু দেখছি কোথায়?
ভঙ্গি খোঁজে দৃষ্টি,
বোধটা ভেজায় ওপর ভেতর
ক্লেশে মেশা বৃষ্টি।


বদল চেয়ে ক্ষোভ বিক্ষোভ
সুখের কপাল পোড়া,
পোষাকি রূপ বদলে গেলেও
শেকড় ভীষণ গোঁড়া।


শব্দ জব্দ স্তব্ধ ঠোঁটে
শব্দ করে চোখ,
রোগের খিদে বাড়িয়ে তোলে
দহন,  দৃষ্টি শোক।