ভালবেসে জড়িয়ে ধরে মায়াজাল,
আদর করে দু'হাতে মুখখানা ধরতেই
হাতে রয়ে গেলো রঙিন বিশ্বাস আর অশরীরি উধাও।


পরিতক্ত‍্য গৃহে নিয়তির অট্টহাসি শোনা যায়, সাথে
ধারণায় ঘৃণার ব‍্যপ্তি না কী অন্তরে যুদ্ধ লেগেছে
বোঝা দায়।


দুপুরের নির্জন ওলিগলি দিয়ে কালচে আলোয় মোড়া ফাঁকা বড় রাস্তা ওবধি ঘুড়ে বেরায় স্নেহহীন ইচ্ছের দল,
এ সব কী বিশৃঙ্খল অবচেতনার প্রতিবিম্ব না কী
ভ্রমের বাগানে দাবানল, বোঝা দায়।


হতে পারে পাপ বোধ কিংবা দেহজুড়ে অবক্ষয়
নতুবা বিছানাজুড়ে সমুদ্র ঝড় না কী ভুলের মাশুল গোনার ভয়, বোঝা দায়।


পুণরায় ভালবেসে জড়িয়ে ধরে লালশায় লিপ্ত
পচাগলা অশরীরির কল্পনা,
আতঙ্কে লাগাই প্রাণপণে ছুট, পড়ে যাই
আপাদমস্তক আক্ষেপের যন্ত্রণা।
পাশ ফিরে দেখি একা শুয়ে একাকিত্বের কালো রঙের  সাথে,
গাঢ় অন্ধকারে রাত তখন মাঝ পথে
ঘুম ভাঙ্গল না স্বপ্ন, বোঝা দায়।