কিছু স্মৃতির পাশাপাশি
ঘরের ভেতর আর একটা ঘর,
জোয়ার স্রোতে নতুন আবেগ
ভাঁটার চরে ঘূর্ণিঝড়।
স্পর্শকাতর নরক শরীর
জ্বলছে আগুন নিরন্তর,
লুট করে চোর দম্ভে ঘোরে
পুরোনো দোসর করে ভর।
একটা মানুষ কক্ষপথে
একটা মানুষ মিথ্যাচার,
প্রেমের ছোঁয়া ছায়াছবি
অভিনয় গড়ে সংসার।
ভাবলে সবই মনগড়া আর
হয়তো কোনো মানসিক জ্বর,
মনের নাগাল পায় কী দেহ?
ঘরের ভেতর আর একটা ঘর।