চিতার মতো জ্বলছে বুকে
ফাগুন ঘোরে আগুন সয়,
ন‍্যায়মূর্তির চোখ বাঁধা তাই
দাঁড়িপাল্লায় গড়মিল ভয়।


আঁকছে কত রঙবেরঙের
মুখোশ পরা পাংশু মুখ,
স্বপ্নালয়ের স্বপ্ন ছোঁয়া
স্বাধীন ছবি, অতৃপ্ত সুখ।


বাঁধছে তবু গাঁটছড়া আর
পাতছে কত মঙ্গলঘট,
অর্ধেকটায় বৈধতা আর
অর্ধেকটা রহস‍্যজট।


মায়ার মোহে জড়িয়ে ধরে
আদর আদর খেলার ছলে,
সম্মোহনে ছড়িয়ে আবেগ
গোপন ঘরে হিসেব চলে।


হঠাৎ কোনো অগোচরে
আসছি বলে নিরুদ্দেশ,
ঘুমন্ত হাত হাতড়ে মরে
দেখবে উঠে রহস‍্য শেষ।