জরাজীর্ণ ট্রামের তারে
                          বসে কাকের সারি।
পুরনো দিনের গান শুনছে
                           বিপদজ্জনক বাড়ি।
ধার বাকিতে চলছে জীবন
                          শোধ হয়েছে অল্প।
রঙিন ফ্রেমে বাঁধিয়ে রাখা
                          কালো-সাদা গল্প।
চেনা শহর খুশির লহর
                           বদলে গেছে বেশ।
নৈতিকবোধ করে বিক্ষোভ
                              জন্মেছে বিদ্বেষ।
নস্টালজিক ঘোর কেটে যায়
                        মাসকাবারীর ডাকে।
ইচ্ছে কত অবিরত
                            চৌরাস্তার বাঁকে।
ব‍্যস্ত মনের ট্রাফিক জ‍্যামে
                      অতীত আটকে আছে।
নদীর পাড়ের আড্ডাগুলো
               হোয়াটস অ‍্যাপেতেই বাঁচে।
আদি বাড়ি, কাড়াকাড়ি
                      কিনছে নতুন প্রকল্প।
কালচক্রে হারিয়ে যাবে
                           গল্প নিয়ে গল্প।