চিলের চোখে খিদের নেশা
কফিন খোঁড়ে কবর,
জল ফড়িংয়ের জ্বলছে শহর
নিখোঁজ ফুলের খবর।


রঙিন ঠোঁটের দাঁতের ডগায়
কুয়াশা ঢাকা খাদ,
মেঘ জড়িয়ে উড়ছে ঘুড়ি
পেতে ঘুঘুর ফাঁদ।


শিরায় শিরায় পাকাচ্ছে জট
শরীর বারুদ ঘর,
বিস্ফোরণের আগুন খোঁজে
নদীর পাড়ে ঝড়।


শর্ত মেনে ভাঙে গড়ে
বৃষ্টি ভেজা চোখ,
উপগ্রহ কিনছে আলো
আঁধার সৃষ্টি শোক।


আমি নামি আমার ভেতর
সাগর গভীর রাত,
নামতে নামতে থামতে ভুলি
পাথর মাখা হাত।


মগজ জুড়ে রক্তক্ষরণ
অঙ্ক কষে মন,
চিলের চোখে খিদের নেশা
আকাশ বৃন্দাবন।