এক মুসাফির অতিথির বেশে
তোমার শহরে ঘোরে,
অন্তিমবার আলাপ শোকে
যাচ্ছে সময় সরে।


লক্ষ‍্য যে ক্ষীণ, ঠিকানা বিহীন
ভ্রান্ত সড়ক ধরে,
তোর থেকে পথ আলাদা হতেই
হারিয়ে যাবো ভোরে।


কিছু কথা, না বলা ব‍্যথা
কান্না কিছু বাকি,
একটু বিলাপ গোধূলি আলাপ
শেষ প্রস্তাব রাখি।


প্রশ্ন কিছু করে যেতে চাই
জবাব নাই বা দিলে,
যদি অবসান হয় সমাধান
কেন ভালবেসে ছিলে?


এক মুসাফির অচেনা ভিড়ে
নতুন শহরে ঘোরে,
অসময়ের কিছু ঝড়ে যাওয়া পাতা
শুষ্ক হাওয়ায় ওড়ে।