মজ্জা জুড়ে উইয়ের ঢিবি
খাচ্ছে রুগ্ন জমি,
বুকের ভেতর যুদ্ধ বিমান
মুখর মরুভূমি।


জোট বেঁধেছে রঙ রঙ্গে
দেখেও সাজে অন্ধ,
রক্ত মাখা দ্বন্দ্বে ওড়ে
রসদ নেশার গন্ধ।


শপথ কপট লুকোচুরি
নৈতিক বিচ‍্যুতি,
মাচার মাইক হিসেব মেলায়
নিম্নে প্রতিশ্রুতি।


উরুর মাঝে উথালপাতাল
স্বভাবী ভীমরতি,
আড়াল রাখা সুখের ঠোঁটে
অনামী ক্ষয়ক্ষতি।


দেমাক গরম, সব জান্তা
নতুন সংবিধান,
চোর সাধুতে ঘোট পেকেছে
নেইকো ব‍্যবধান।