চোখের সীমানায় জমে ওঠা মেঘ
পাথরের বুকে ফোটাতে পারেনি ব্রক্ষ্মকমল।


অসাধ্য কিছু শর্ত বিকশিত হয়েছিল
শিলালিপীর গোপণে...


সুন্দর আবিষ্কার স্বার্থে
মিথ্যে অপবাদের দায় মাথা পেতে নেয়,
অভিশপ্ত হয়ে ওঠে


আগামীর স্পন্দনে
ঘৃণা, বিদ্দেশ, আক্রোশ থাকবে না।


এড়িয়ে কিংবা পালিয়ে বেরানো
উপসংহার নয়।


শাপ মোচনের দ্বার রুদ্ধ করে
দাঁড়িয়ে বিভৎষ্য বিবর্তন,


আর্দ্রতা ভিজিয়ে দিলেও
চোখের জলে বদলায় না ভাগ্য।