ছোট্টো গল্প, ছোট্টো কথা
ফিরে চাওয়া, অজস্র অনুভূতি
চোখের জল, দু’রকম প্রতিকূলতা
সিক্ত সন্ধ্যা, পুণরায় হার স্বীকার -
তবে হেরে যাওয়ার দুঃখ নয়, জিতে যাওয়ার দম্ভ নয়
সাজানো গোছানো হাসির প্রলেপ, ভুলে যাওয়ার ভান...


এখন সবই ঠিক বলে মনে হয়,
আসলে আজ কেউই অবোধ নয়।
কিন্তু ইচ্ছাটুকু কোথাও যেন দৃষ্টিকাতর আজও
উত্তেজনায় বহু মন্দ কথা বলা,
ভেজা রাতের গোপনে তাকেই মনে করা।
সেই মুহূর্তের মুহূর্তটুকু স্পর্শকাতর আজও


ছোট্টো গল্প, ছোট্টো কথা
চঞ্চল স্বভাব, আধো আধো প্রশ্ন
মিথ্যে মিষ্টি অভিমান, লুকোচুরি খেলার স্মৃতি
স্পষ্ট হয়ে উঠলেই -
ভেঙে দিতে চায় স্বপ্ন, ছেড়ে পালাতে চায় শহরতলি,
চেনা ওলিগলি। পারে না
সুখ চায় না, শান্তি চায় না
সফলতার বিনিময়ে চায় অর্থ,
যান্ত্রিক হতে চায়, পারে না
হিংসা করতে ইচ্ছা করে,
অভিশাপ দিতে ইচ্ছা করে,
চেষ্টা করেও পারে না।


কেন কিসের টানে
যখনই তার দেখা পায়
মনে হয় এ জীবনে সবকিছুই অধরা হয়ে রয়ে গেছে।