কাঁটা ভরা, কদাকার, পথ চলা শুরু
অস্পৃশ‍্য, অপমান সয়, চামড়াটা পুরু।
আনমোনা সে আপন ঘোরে, পিউপাকরণে মোড়া
পূর্ণাঙ্গ রূপান্তরে রঙ ছড়িয়ে ওড়া।
ঘুরে ঘুরে মধু খেয়ে, ছিল ফুলেদের সাথে
দলবল সব পিছনে ফেলে এলো শহর পথে।
বড় বড় বাড়ি গাড়ি, শুধুই রাস্তা হারায়
রঙিন মনে লাগলো ধুলো, ধূসর বিকেল বেলায়।
ফুলে ভরা ঘেরা বাগান, প্রবেশ-ভ্রমণ মানা
শহুরে ভিড়ের গোলকধাঁধার নিয়ম যে অজানা।
বিয়ে বাড়ির গাড়ির ডগায়, দাঁড়িয়ে তারই সম
অবাক হয়ে গিলছে সবই, প্রজাপতয়ে নমঃ।
হঠাৎ করে জানতে পারে, তারও নামে বই আছে
দারুণ এক উপ‍ন‍্যাস কালকূট লিখে গেছে।
পদবী-শোপিসে ঘুরে বেড়ায়, ওড়ে আঁকা খামেতে
বিস্কুট হয়ে উড়ে গেলো সে, সিনেমার নামেতে।