বোধহীন তাপ জাদুর মন্ত্রে উধাও
মোম আগুনে জ্বলে ফানুস জল,
অমানিশার ঝিঁঝিঁ স্লোগান তোলে
খদ‍্যোত খোঁজে গর্ভ উজ্জ্বল।


প্রশ্ন পোড়ে, জমে শীতের খাবার
উত্তর ঘুম অর্ন্তমুখী রক্ষক,
ত্রাসের ফসল, গ্রাসের গন্ধ ভাসে
ইষ্টের চোখে দৃষ্টি রাখে তক্ষক।