গলে পড়ছে রুপালী জ‍্যোৎস্না,
অকীক রাতের হিম উদ্বেগ উষ্ণতা ছুঁতে চায় আগুনের
ঝিঁঝিঁর ডাকে গাঢ় হয় স্তব্ধতা, পাহাড়ি নিশার মায়ায়
তুমি ভাবনার বোধ হতে বেরিয়ে এসে
কুয়াশার চাদরে জড়িয়ে ধরো স্বশরীরে,
প্রবণতায় বন‍্য আলাপ ধীরে ধীরে ঢলে পড়ে
মধ‍্যরাতে।
ভ্রম শিশির মেখে পড়ে থাকে ঘাসে,
নিভু নিভু আগুনের বুকে ভোর নামে
ঘোর কাটে, শুধু রেশ রয়ে যায়।


রুপালী জ‍্যোৎস্না আবার কখন জমাট হয়ে যায়!