সেকেন্ড ঘোরে নিজের মতো
মিনিট মেলায় তাল।

ঘন্টা করে তার পিছু
তাল মিলিয়ে তাল।

কাটে সময়, কাটে দিন
কাটে মাসের মাস

কাটে বছর, কাটে শতাব্দী
কাটে যুগের রাশ।

সময় তবু এগিয়ে চলে রূদ্ধ করে শ্বাস,
সেই বেগই তো সৃষ্টি করে নতুন ইতিহাস।